গালুয়া ইউনিয়ন পরিষদ হলরুমে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত
বিস্তারিত
৩০ অক্টোবর ২০২২ খ্রি. রবিবার
ঝালকাঠি জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের C4D খাতের আওতায় ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান বিষয়ে জনসচেতনতা লক্ষ্যে ৩০ অক্টোবর ২০২২ খ্রি. তারিখ বেলা ১২:০০ ঘটিকায় রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন পরিষদ হলরুমে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার মোঃ আহসান কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিউনিটি ডায়ালগে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য গালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া পারভেজ। সহকারী তথ্য অফিসার মোঃ আশরাফুল ইসলাম তপনের সঞ্চালনায় কমিউনিটি ডায়ালগে আরও বক্তব্য প্রদান করেন গালুয়া ইউনিয়ন পরিষদ সচিব দিনেশ চন্দ্র রায়, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আব্দুল মতিন এবং গালুয়া ইউনিয়ন পরিষদ মেম্বরগণ। কমিউনিটি ডায়ালগে আরও অংশগ্রহণ করেন ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ, এনজিও কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, ধর্মীয় নেতা, শিক্ষক, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী, যুবক-যুবতী, শারিরীক প্রতিবন্ধী, স্থানীয় সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ ও অন্যান্য সুধীবৃন্দ। কমিউনিটি ডায়ালগে বক্তরা মাধ্যমে ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিনের গুরুত্ব, ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে সামাজিক ও অন্যান্য বাঁধাসমূহ চিহ্নিত ও দূরীকরণ, শিশুদের দুই ডোজ ভ্যাকসিন গ্রহণের মাঝে আট সপ্তাহের ব্যবধান, শিশুর অভিভাবকদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানে উৎসাহিত করতে করণীয় নির্ধারণ বিষয়ে আলোকপাত করেন। কমিউনিটি ডায়ালগে বিভিন্ন শ্রেণী ও পেশার প্রায় অর্ধ শতাধিক ব্যাক্তি উপস্থিত ছিলেন।