Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জেলা তথ্য অফিসের উদ্যোগে “এসো মুক্তিযুদ্ধের গল্পশুনি” অনুষ্ঠিত
বিস্তারিত

১০ নভেম্বর ২০২২ খ্রি. বৃহস্পতিবার
ঝালকাঠি জেলা তথ্য অফিসের উদ্যোগে আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় হলরুমে সকাল ১০:০০ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন খান - এর সভাপতিত্বে “এসো মুক্তিযুদ্ধের গল্পশুনি” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্র-ছাত্রীদের মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা নিয়ে আলোচনা করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক নির্বাহী সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদ ইমাম। এছাড়াও প্রধান অতিথি ১৯৭১ সালে তাঁর বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনা তুলে ধরাসহ স্বাধীন বাংলাদেশের অভ্যূদ্বয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব, জাতীয় চার নেতার অবদান ও মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের অনবদ্য ভ‚মিকা তুলে ধরেন। সহকারী তথ্য অফিসার আশরাফুল ইসলাম তপনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার মোঃ আহসান কবীর। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধের ঘটনাবলীর উপর কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী বাধন বিশ্বাস লিসামনি, শায়লা আক্তার ও মুন্নি আক্তার কুইজ প্রতিযোগিতায় যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করেন। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।


ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
10/11/2022
আর্কাইভ তারিখ
30/06/2023