ঝালকাঠি জেলা তথ্য অফিসের উদ্যোগে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন” প্রকল্পের জিওবি খাতের আওতায় নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়ন পরিষদ হলরুমে ২৬ মে ২০২২ খ্রি. তারিখে কর্মশালা অনুষ্ঠিত হয়। ভিডিওকলের মাধ্যমে ভার্চুয়ালি সংযুক্ত থেকে সকাল ১০:০০ ঘটিকায় কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক, ঝালকাঠি মোঃ জোহর আলী মহোদয়। মোল্লারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট কে এম মাহাবুবুর রহমান সেন্টু মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার মোঃ আহসান কবীর। কর্মশালায় অটিজম ও জেন্ডার সমতা বিষয়ে উপস্থাপন করেন ঝালকাঠি সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ শামীম আহসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি যুব প্রশিক্ষণ কেন্দ্রের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ আবদুল্লাহ-আল-আমিন। সহকারী তথ্য অফিসার তপন চন্দ্র বেপারীর সঞ্চালনায় পরিচালিত কর্মশালায় শিক্ষক, সাংবাদিক, ইমাম, পুরোহিত, পাদ্রীসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের প্রায় অর্ধশত ব্যক্তি উপস্তিত ছিলেন। কর্মশালায় দেশাত্মবোধ সৃষ্টি, সাম্প্রদায়িকতা প্রতিরোধ, গুজব, প্রতিহিংসা ও অপরাজনীতি প্রতিরোধ, করোনাকালীন স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টি তথ্য, জীবন তথ্য, নারীর ক্ষমতায়ন, দুর্যোগকালীন নারী ও শিশুর যত্ম, নিরাপদ মাতৃত্ব, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশুর মাতৃদুগ্ধ পান, শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, শিশুর জন্ম নিবন্ধন, শিশুর শিক্ষা, বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতা, মাদক, জঙ্গিবাদ ও নিরাপদ সড়ক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস