ঝালকাঠি জেলা তথ্য অফিসের উদ্যোগে ২৮ আগস্ট ২০২২ তারিখ রবিবার বিকেলে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় ঝালকাঠি সদর উপজেলার পাঞ্জিপুথিপাড়া আবাসনে ভিডিও কলের মাধ্যমে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার মোঃ আহসান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিডিও কলের মাধ্যমে উঠান বৈঠকে ভার্চুয়ালি সংযুক্ত থেকে বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক জনাব মোঃ মশিউর রহমান। সহকারী তথ্য অফিসার মোঃ আশরাফুল ইসলাম তপনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন আবাসন সভাপতি জনাব মোঃ জলিল মোল্লা এবং নারী নেত্রী মিজ প্রিয়তাজ বেগম। অনুষ্ঠানে শতাধিক ব্যাক্তি উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস