Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মগড় ইউনিয়ন পরিষদে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত
বিস্তারিত

ঝালকাঠি জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের C4D খাতের আওতায় ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ০৯ নভেম্বর ২০২২ খ্রি. বেলা ১২:০০ ঘটিকায় নলছিটি উপজেলার মগড় ইউনিয়ন পরিষদে  কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়। মগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ এনামুল হক শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিউনিটি ডায়ালগে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার মোঃ আহসান কবীর । সহকারী তথ্য অফিসার মোঃ আশরাফুল ইসলাম তপনের সঞ্চালনায় কমিউনিটি ডায়ালগে আরও মতবিনিময় করেন মগড় ইউনিয়ন পরিষদ সচিব মোঃ মামুন হাসান, আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান এবং মগড় ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ। এছাড়াও কমিউনিটি ডায়ালগে অংশগ্রহণ করেন এনজিও কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি, ধর্মীয় নেতা, শিক্ষক, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী, যুবক-যুবতী, স্থানীয়  সুধীবৃন্দ। কমিউনিটি ডায়ালগে বক্তরা ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিনের গুরুত্ব, ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে সামাজিক ও অন্যান্য বাঁধাসমূহ চিহ্নিত ও দূরীকরণ, শিশুদের দুই ডোজ ভ্যাকসিন গ্রহণের মাঝে আট সপ্তাহের ব্যবধান নিশ্চিতকরণ, শিশুর অভিভাবকদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানে উৎসাহিত করতে করণীয় নির্ধারণ বিষয়ে আলোকপাত করেন। ডায়ালগে বিভিন্ন শ্রেণী ও পেশার প্রায় অর্ধ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
10/11/2022
আর্কাইভ তারিখ
30/06/2023