ঝালকাঠি জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ ২৫ আগস্ট ২০২২ তারিখ বৃহস্পতিবার বিকেলে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় রাজাপুর উপজেলার নারিকেলবাড়িয়ার মোল্লাবাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার মোঃ আহসান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন দৈনিক শতকন্ঠের বার্তা সম্পাদক জনাব মোঃ আতিকুর রহমান এবং ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মিজ হনুফা বেগম। উঠান বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, সরকারের সাফল্য ও উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ে সরকারের গৃহীত বর্তমান পদক্ষেপসমূহ, গুজব প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ, অটিজম, সোশ্যাল মিডিয়ার সদ্ব্যবহার, সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা, নৈতিক শিক্ষা, তথ্য অধিকার আইন ২০০৯, জরুরী হটলাইন নম্বরে যোগাযোগের সুফল, বাল্য বিয়ে প্রতিরোধ এবং লিগাল এইড বিষয়ে আলোচনা করা হয়। উঠান বৈঠকে প্রায় অর্ধ-শতাধিক নারী উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস