Wellcome to National Portal
Main Comtent Skiped

অর্জনসমূহ

গণযোগাযোগ ও আন্ত:ব্যক্তিক যোগাযোগের মাধ্যমে তথ্যসেবা প্রদান করে উন্নয়নমুখী জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনগণকে উদ্বুদ্ধ করা গণযোগাযোগ অধিদপ্তরের মাঠ পর্যায়ের তথ্য অফিসের মূল দায়িত্ব। বিগত তিন বছরে জেলায় জনসচেতনতামূলক ৪৩৩ টি চলচ্চিত্র প্রর্দশনী, ৭০ টি উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান, ১২২ টি উঠান/উন্মুক্ত বৈঠক/কমিউনিটি সভা, সড়কে ৬৩৮ ইউনিট জনগুরুত্বপূর্ণ বার্তা/কথামালা প্রচার এবং আর্থসামাজিক ইস্যুতে ৩৫ টি আলোচনা সভা/মতবিনিময় সভা, মহিলা সমাবেশ ও শিশু মেলা/সমাবেশ সম্পাদন করা হয়েেেছ। যাতে সর্বমোট ১৩,২৮,৯০৩ সংখ্যক দর্শক সমাগম হয়েছে। এছারা, ৬৯৩ টি পিএই কভারেজ প্রদান এবং ১,৪৪,৪৭৫ কপি পোস্টার/লিফলেট/বুকলেট/পুস্তিকা/সাময়িকী প্রচার করা হয়েছে।